ময়মনসিংহ বারহাট্টায় মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যা 

৪৭

 

ওমর ফারুক আহম্মদ,( জেলা প্রতিনিধি) :

নেত্রকোণা বারহাট্টা উপজেলা শেফালি আক্তার(৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।আজ( ৯ জুলাই)ভোর চারটার দিকে উপজেলার সিংধা ইউনিয়নে এই ঘটনা ঘটে।নিহত শেফালি আক্তার চন্দ্রপুর পালপাড়া গ্রামের মঞ্জিল শেখের মেয়ে এবং একই এলাকার মোঃ রতন মিয়ার স্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা।

এলাকাবাসী ও নিকটাত্মীয় মোঃ শামসুল হক জানান শেফালি আক্তারের মাথায় সমস্যা ছিল।বেশ কিছুদিন ধরে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিল। গত ৮ জুলাই থাকে ডাক্তার দেখানো হয়।ডাক্তার দেখানোর পর বাড়িতে এসে রাতের খাবার খেয়ে ১ টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পরে।নিহতের স্বামী মোঃ সুমন মিয়া রাত চারটার দিকে বসত ঘরের আড়ার সাথে শেফালি আক্তারকে ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখেন।তখন তার স্বামীর চিৎকারের পাড়া প্রতিবেশীরা এগিয়ে আসে।পরবর্তীতে বারহাট্টা থানা পুলিশের উপস্থিতিতে লাশ নামানো হয়।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা জানান চন্দ্রপুর পালপাড়া গ্রামে একজন মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশকে পাটানো হয়েছে।ময়নাতদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.