বারোবাজারের আগুনে  বসতঘর পুড়ে ছাই।

৪৩

 

আল মামুন,  ঝিনাইদজেলা প্রতিনিধি । ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সাদেক আলী নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারোবাজার ইউনিয়নের সাদীকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাদেক আলী ওই এলাকার ইবাদ আলীর ছেলে। অগ্নিকান্ডে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন।

তিনি বলেন, এদিন বিকেল ৫ টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সাদেক আলীর ঘরে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৪ লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.