বারহাট্টায় মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১০

 

ওমর ফারুক আহম্মদ, (জেলা প্রতিনিধি) :

গেঞ্জীপট্টির জায়গা বণিক সমিতির নামে ইজারা বন্দোবস্ত  কেন্দ্র করে এই হামলা 

নেত্রকোণার বারহাট্টা উপজেলা গোপালপুর বাজার বণিক সমিতির সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমীন আকন্দের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১জুলাই) বিকেলের দিকে এই সভার আয়োজন করা হয়। এ ছাড়া এই ঘটনায় সহানুভূতি জানাতে ব্যবসায়ীরা ভোর থেকে বিকেল দুইটা পর্যন্ত তাদের ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ রাখে।

উপজেলা আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ হতেও বণিক সমিতির কর্মসূচীতে সংহতি ঘোষনা করা হয়েছে। বারহাট্টা উপজেলা সদরের কাপড়পট্টিতে আশরাফুজ্জামান নয়ন ফকিরের কক্ষে আয়োজিত সভায় বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমীন আকন্দ সভাপতিত্ব করেন।

সমিতির সাধারন সম্পাদক আওয়ামীলীগ নেতা আছমত মোল্লার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ব্যবসায়ী আব্দুল হেকিম খান, দীপক কুমার সাহা সেন্টু ও আলতাবুর রহমান হানিফসহ অন্যরা বক্তব্য রাখেন। এ ছাড়া সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন ও ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুখলেছুর রহমান সুজাত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিন প্রমুখ।
সভায় বণিক সমিতির পক্ষ থেকে বলা হয় যে, প্রায় ২৫বছর আগে গোপালপুরবাজারের গেঞ্জীপট্টির একখন্ড জায়গা বণিক সমিতির নামে ইজারা বন্দোবস্ত চেয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়।

জায়গাটি বর্তমানে সমিতির দখলে আছে। এই জায়গাটিকে  কেন্দ্র করে গোপালপুরবাজারের ব্যবসায়ী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা মোঃ রব্বাছ আলী তালুকদার ও তার ছেলেরা রোববার বিকেলের দিকে বণিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমীন আকন্দ ও তার ছেলের দোকানে হামলা চালায় ও তাদের মারধোর করে।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন, আসামীদের গ্রেফতারে প্রচেষ্ঠা অব্যাহত আছে।

এই ঘটনায় বারহাট্টা থানায় মামলা দায়ের করা হয়েছে।এ ব্যাপারে কথার বলার জন্য ফোন দিলে অভিযুক্তদের মোবাইল বন্ধ পাওয়া যায়।বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা বলেন, আসামীদের গ্রেফতারে প্রচেষ্ঠা অব্যাহত আছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.