বাবুগঞ্জে শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

৪৭

বাবুগঞ্জ প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

বুধবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আঃ মান্নান মাস্টার, মোস্তফা কামাল চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শামীম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, মোঃ গোলাম কিবরিয়া, মোঃ কাইয়ুম হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান পিন্টু সিকদার, চাদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মোল্লা, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রশিদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, যুবলীগ নেতা মোঃ ইয়াসির আরাফাত সোহেল কাজী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ ফাইজুল হক, যুগ্ম আহবায়ক প্রসেনজিৎ দাপ অপু, মোঃ মুরাদ হোসেন, মোঃ আবির মৃধা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মোঃ তারিকুল ইসলাম নাইম, ছাত্রলীগ নেতা মোঃ সোলায়মান, মোঃ রানা প্রমূখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.