বাংলাদেশের ২৪ তম প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান।

১৬

 

দৈনিক সাহসী কন্ঠ
রাব্বি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিচারপতি ওবায়দুল হাসান কে দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

ওবায়দুল হাসান ১৯৯৬ থেকে ২০০১ সালে তিনি সহকারী এটর্নি জেনারেল এবং ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে নিযুক্ত ছিলেন। ২০২০ সালের ৩ সেপ্টেম্বর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যোগদান করেন।

আগামী ২৬ সেপ্টেম্বর শপথ গ্রহণের মাধ্যমে তিনি প্রধান বিচারপতি হিসেবে কার্যভার গ্রহণ করবেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.