প্যারিসে দুষ্কৃতিকারীর আঘাতে মৃত্যুবরণ করেছেন ফ্রান্স প্রবাসী জাকির হোসেন

৮৪

প্যারিসে দুষ্কৃতিকারীর আঘাতে মৃত্যুবরণ করেছেন ফ্রান্স প্রবাসী জাকির হোসেন

ইঞ্জিনিয়ার নিরর,
ইউরোপিয়ান ইউনিয়ন, প্রতিনিধি

বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়লদপুর পশ্চিম পাড়া নিবাসি মরহুম সুলতান মিয়ার মেজো ছেলে ফ্রান্স প্রবাসি মোহাম্মদ জাকির হোসেন দুষ্কৃকারীর হামলায় আহত হয়ে দীর্ঘ ৪ বছর ফ্রান্সের ক্লিনিক তাবারন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫ অক্টোবর বুধবার বাংলাদেশ সময় সকাল ১০:৩০ মিনিটে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আগামী ৩১অক্টোবর মঙ্গলবার,(কেতসিমা) অভারভিলা জামে মসজিদে জানাজার শেষে মরহুম মোহাম্মদ জাকির হোসেনের মরদেহ দেশে পাঠানো হবে ।মৃত্যুকালে তার বয়স আনুমানিক ৪৫, তিনি দুনিয়াতে এক মেয়ে রেখে গেছেন,তিনি প্যারিসের সুপরিচিত ব্যবসায়ী ও নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন, গার্দোনথ,বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ভাইয়ের সাথে দীর্ঘদিন একসাথে চলাফেরা করেছেন, তিনি সকলের কাছে সৎ ও আদর্শবান হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায় গত চার বছর পূর্বে তার নিজ প্রতিষ্ঠানে এক আততায় দ্বারা উপর্যুপরি আঘাতপ্রাপ্ত হয় এবং সাথে সাথে পুলিশ এসে হসপিটাল প্রেরণ করেন। এবং অপরাধীকে পুলিশ হেফাজতে প্রেরণ করেন, তিনি গত চার বছর যাবত কমা অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এবং মৃত্যু সাথে লড়াই করে গেছেন, জাকির হোসেন, উদ্দীপন বাগমারা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে নিজকে ব্যস্ত রেখে ছিলেন। জাকিরের আত্মার মাগফেরাত কামনা করছি।
আল্লাহ জাকিরকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করেছেন মৃত্যুের পরিবার ও শুভাকাঙ্ক্ষী মহল।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.