নীলফামারীর পঞ্চপুকুরে প্রশাসনের কঠোর হুশিয়ারি

৪১৭

 

ওমর ফারুক, ব্যাুরো প্রধান, রংপুর:

সরকারি বিধিনিষেধ জানে কিন্তু মানছে নীলফামারীর প্রায় অর্ধশতাধিক মানুষ কল্যাণ যেন নয় নীতির পরিবর্তন সন্দেহে সন্দেহে বিভিন্নতায়। পঞ্চপুকুরে এক নতুন চিত্র যা মানুষের হৃদয়ে অন্তরে স্বপনদুয়ার যে সাংবিধানিক আইন কোথায় স্বাধীনভাবে উপার্জন করার স্বাধীনতা.. পরিকল্পিত ভবিষ্যত বাংলাদেশের কোন রূপ এমন কেঠোর হাতে পার এমন কথা জানান মমিনুর রহমান নামে (জরিমানা) এক যুবক..।

এমন পরিস্থিতি মোকাবেলায় সকল কে সহযোগিতা করতে হবে সরকারকে নিরাপদে থেকে সচেতনতা বাড়াতে সবার প্রতি আহবান জানান জনাব এলায়েত হোসেন নির্বাহী মেজিস্ট্রেট, নীলফামারী।মানুষের স্বাভাবিক জীবনযাপন আমরাও চাই তবে আপনাদের স্বাস্থ্যরক্ষায় সবদিক বিবেচনায় পৃষ্ঠপোষকতায় বলেন বাংলাদেশ বিজিবি অত্রটহল।

তবে বিধিনিষেধ অমান্য কারী ৩ জন কে ৫০০ টাকা করে জরিমানা করছেন ভ্রম্যামান আদালত এছাড়াও দুই জন বাইকারের ভাষা তারা এই লকডাউন দেখার জন্য বাড়ি থেকে মুলত বেড় হয়েছিল.. ভ্রম্যামান আদালত এমন জোরালো অপরাধের জন্য কঠিন শাস্তি দিয়েছেন এবং বাইকের চাবি নিয়ে রহনা হয়।

সবমিলিয়ে করোনা পরিস্থিতিতে সবসময় মাক্স পরিধান ও ঘরে থাকার আহবান জানান প্রশাসন নীলফামারী।

90% LikesVS
10% Dislikes
Leave A Reply

Your email address will not be published.