লালমনিরহাটে ১২+ মানুষের স্বপ্ন পূরণে নতুন আন্তঃনগর ট্রেন।

১৫

 

লালমনিরহাট প্রতিনিধি, নুর মোহাম্মদ।

উত্তরবঙ্গ হল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান, অন্য তিন(০৩) বঙ্গ হল পশ্চিম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১ যুগ ১২ বছর আগে বুড়িমারী টু ঢাকা তিনবিঘা এক্সপ্রেস ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও তা এতদিনে বাস্তবায়ন করেননি।
লালমনিরহাটের সীমান্তবর্তী, (হাতীবান্ধা-পাটগ্রাম-কালিগঞ্জ-আদিতমারি) এই ৪ উপজেলার জনসংখ্যা ১২ লক্ষ+ মানুষের ঢাকা যাওয়ার জন্য সরাসরি কোন ট্রেন ব্যবস্থা নেই। এই ১২ লক্ষ+ মানুষ বাংলাদেশ রেলওয়ে সেবা থেকে বঞ্চিত।
মাননীয় প্রধানমন্ত্রী ১২ বছর আগে ১২ লক্ষ+ মানুষের জন্য ট্রেন চালুর ঘোষণা দিলেও, এই ১২ লক্ষ+ মানুষের ভাগ্যের উন্নয়ন বাস্তবায়ন করেননি।
১২ বছরে যেখানে (বুড়িমারী_টু_ঢাকা) একজোড়া(০২)টি ট্রেন, রাত্রিকালীন একটি(০১)ট্রেন এবং দিবাকালীন একটি(০১)ট্রেন চালু করা উচিত ছিল।
সেখানে আজকে ১টি ট্রেন চালু করা হয়নি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো ২০২৩ সালে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.