নীলফামারীতে দীর্ঘদিনের দাবি পূর্ণ হলো

নাসিফ মাহামুদ গাজীঃ
নীলফামারীতে দীর্ঘদিনের দাবি পূর্ণ হলো কালার ডাঙা নিয়ামতপুর বাসীর। রাস্তা কাঁচা থাকার কারণে দীর্ঘ পথ ঘুরে ইপিজেডের শ্রমিকেরা যাতায়াত করে। বর্ষাকালে বাড়ি থেকে বেরুলে কষ্টের শেষ নেই। সেই প্রতিক্ষার অবসান হলো রাস্তার কাজ উদ্বোধনের মধ্যে দিয়ে। গতকাল ১২ জুন সোমবার দুপুরে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালার ডাঙা থেকে নিয়ামতপুর মসজিদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন এলাকার সাংসদ আসাদুজ্জামান নূর।

নীলফামারী সদর এলজিইডি’র অর্থায়নে ১কিলোমিটার প্রায় ৯৪ লক্ষ টাকা ব্যায়ে কাজটি দোলা এন্টার প্রাইজের পক্ষে ঠিকাদার মোস্তাইন বিল্লাহের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। পরে কালার ডাঙা স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নীলফামারী এলজিইডি প্রকৌশলী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী প্রকৌশলী বিরল রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী ২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজ রশিদ মঞ্জু, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির, প্রবীন শিক্ষক মমিনুর রহমান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.