নির্ঘুম চোখ

৩৭

কবিতাঃনির্ঘুম চোখ
সোহেল সানি,

ঘুম আসেনা তোমার লাগি
আসিয়া দাও সাড়া,
তোমার চাহিয়া জীবন আমার
আপন গতিহারা।

যেদিন তুমি আসিলে ভবে
আমি তাহার আগে,
চোখের জলে গা ভাসাইয়া
তোমার প্রাণপণে।

তুমি আমার চোখের জ্যোতি
আমার বাতিঘর,
দিনের পরে রাত্রি এলে
সাজাইবো বাসরঘর।

তোমার চরণে পুষ্পকলি
সানাইয়ে বাজাও সুর,
বধুবেশে তোমায় লইয়া
যাইবো মধুপুর।

তোমার সনে অমর বাঁধন
অবুঝ প্রেমের ক্ষুধা
আঁধার হটাও আলো তুমি
আমার জীবন সুধা।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.