নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে সাফ নারী ফুটবল

বাংলাদেশ - নেপাল ফাইনালে

১৬

রাসেল আদিত্য, স্পোর্টস ডেস্ক :

এবারের সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ যেনো নতুনের পসরা সাঁজিয়ে বসেছে।গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েরা পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-০ গোলে হারিয়ে এই নতুনের সূচনা করে।আগের দশবারের মোকাবেলায় নয় হার ও এক ড্র করা বাংলাদেশ প্রথম বারের মতো ভারতকে পরাজিত করার স্বাদ পায়।যা বাংলাদেশের জন্য ছিলো নতুন অনুভব।গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভূটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।দ্বিতীয় সেমিফাইনালে সৃষ্টি হয় আরেকটি নতুন ইতিহাসের।এবার নেপাল সেই নতুন অনুভূতির
স্বাদ পায় প্রথমার্ধের ইনজুরি টাইমে করা গোলে ওভারতকে ১-০ গোলে হারিয়ে।আগে
পাঁচবার ফাইনালে ওঠা নেপালের মেয়েরা প্রতিবারই হেরে যায় ভারতের কাছে।গতকালের জয়টি ছিলো সাফ নারী ফুটবলের
ইতিহাসে ভারতের বিপক্ষে নেপালের প্রথম জয়।নতুনের পূর্ণতা দিতেই বুঝি ফাইনালে ওঠা বাংলাদেশ বা নেপাল যে দলই জিতুক তাঁরা হবে সাফ নারী চ্যাম্পিয়নশীপের নতুন দল।দুই দলের কেউই আজো শিরোপা জিততে পারেনি।তাই আগামী ১৯শে সেপ্টেম্বর
সোমবারের ফাইনালে নেপালের দশরথ স্টেডিয়াম নতুন এক সাফ চ্যাম্পিয়নের সাক্ষী হতে চলেছে।ভারতকে হারিয়ে নেপালের মেয়েরা উল্লাসে মেতে উঠলেও বাংলাদেশের মেয়েরা বিশাল বিজয়েও কোন উল্লাস করেনি।কোচ ছোটন জানিয়েছেন,শিরোপা জিতেই উল্লাস করতে চায় বাংলাদেশের মেয়েরা।সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষও।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.