নওগাঁয় নবান্ন উৎসব উদযাপিত ।

৩৩

 

ব্যুরো প্রধান রাজশাহী । গতকাল একুশে নভেম্বর(মঙ্গলবার) ৬টায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখা আয়োজিত জনাব মোর্শেদা বেগম শিল্পীর সভাপতিত্বে নওগাঁ জেলা প্রেশ ক্লাব মিলনায়তনে নবান্ন উৎসব পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.তাইফুর রহমান কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি নওগাঁ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব কায়েস উদ্দিন সভাপতি প্রেসক্লাব নওগাঁ, অ্যাড :ডি এম আব্দুল বারী ,সভাপতি একুশে পরিষদ নওগাঁ, রফিকুদ্দৌলা রাব্বি ,সাধারণ সম্পাদক আবৃত্তি পরিষদ নওগাঁ। সিদ্দিকুর রহমান, সভাপতি নওগাঁ থিয়েটার, মনোয়ারা হোসেন লিটন , সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ, রফিকুল ইসলাম মন্টু ,সাধারণ সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী নওগাঁ,মানবতাবাদী চন্দন কুমার দেব ,সাধারণ সম্পাদক বাংলাদেশ মানবাধিকার, হাসমত আলী সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ
গুলশান আরা , সহকারি উধ্যাপক নওগাঁ কারিগরি ও বানিজ্যিক কলেজ,মাগফুরুল হাসান বিদ্যুৎ , সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ,
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
এ এস এম রায়হান আলম , সভাপতি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন নওগাঁ, সাদেকুর রহমান বাঁধন ,আইন বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখা। জোহা , সংস্কৃতি প্রেমি,পুতুল রানি ব্যানার্জি, সভাপতি অ্যাপেক্স ক্লাব নওগাঁ,খাদেমুল ,সাধারণ সম্পাদক নওগাঁ থিয়েটার, ছায়মা ফেরদৌসী , সদস্য একুশে পরিষদ নওগাঁ, তানিয়া খন্দকার আপু,পরিচালক উচ্চারণ পাঠশালা নওগাঁ, উত্তম সরকার ,সভাপতি মানবাধিকার নাট্যপরিষদ নওগাঁ, শহিদুল ইসলাম সেলিম সহ সভাপতি বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ, সেন্টু আনসারী ,সাধারণ সম্পাদক প্রথম আলো বন্ধু সভা,বাহাদুর রায়হান ,সাধারণ সম্পাদক জহির রায়হান চলচ্চিত্র সংসদ,নওরিন পারভিন আবৃত্তি শিল্পী পরিচালক হাতেখড়ি, আরো উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন পদের সদস্য বৃন্দ, নৃত্য রং একাডেমির নিত্য শিল্পীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকলের মনোরঞ্জন করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতি মোর্শেদা বেগম শিল্পী সভাপতির বক্তৃতা কালে বলেন,নওগাঁর সংস্কৃতি প্রেমিক ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় আজকের আয়োজন সফল হয়েছে ।

নৃত্য শিল্পী সংস্থা নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা এভাবেই সকলে আমাদের সংস্থা পাশে থেকে আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃত্য রং একাডেমির পরিচালক সুলতান মাহমুদ।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.