দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পার পাবে না সিইসি’র মহাসচিব বললেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ।

১৬

আহম্মেদ শাকিল,বরিশাল।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাহেব সরকার দলীয় দস্যুদের দ্বারা বার বার বর্বরোচিত হামলার শিকার হয়। বারবার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার কোন ব্যবস্থা না নিয়ে বরং এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি মন্তব্য করেছেন-
‘তিনি কি ইন্তেকাল করেছেন’?
এমন মন্তব্যের পর প্রধান নির্বাচন কমিশনার জনাব কাজী হাবিবুল আউয়ালকে ৫০০ কোটি টাকা ক্ষতিপুরণ চেয়ে উকিল নোটিশ দেন মুফতী সৈয়দ ফয়জুল করীম। এমন ঘটনার জন্য তিনি দুঃখও প্রকাশ করেন সংবাদপত্রের মাধ্যমে।

সিইসি’র ক্ষমা প্রার্থণা প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব
অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার দোষ স্বীকার করে কেবল ক্ষমা প্রার্থণা করলেই হবে না। এধরনের দায়সাড়া মন্তব্যের ক্ষমা প্রার্থণা করে তিনি ঘটনাকে শেষ করতে চাইছেন। তিনি একজন প্রার্থীর মৃত্যু কামনা কিভাবে করলেন? তিনি শুধু মৃত্যু কামনা নয়, বরং ফয়জুল করীমকে হত্যার চেষ্টা করেছেন, যা তার বক্তব্যে ফুটে উঠেছে। এই মিথ্যাবাদী সিইসি সহ পুরো নির্বাচন কমিশন বাতিল করতে হবে। এধরনের দলদাস দেশ ও জাতির জন্য ক্ষতিকর। যে দলদাস ক্ষমতাসীন দস্যুদের পক্ষ নিয়ে বিরোধী দলের মেয়র প্রার্থী বরেণ্য
আলেমে দীন এর মৃত্যু কামনা করেন, সে আর যে হোক স্বাধীন সার্বভৌম
দেশের সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকার কোন যোগ্যতা রাখেন না।

গত সোমবার এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, সিইসি সহ পুরো নির্বাচন কমিশন যত দ্রুত পরিবর্তন হবে ততই জাতির মঙ্গল বয়ে আসবে এবং দেশের মানুষ ফিরে পাবে  ভোটের অধিকার।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.