কালজয়ী চলচিত্র “পালাবি কোথায়” এর ৩০ বছর…

২২

লেখক ও বিশ্লেষক:

মো: সালেহীন ফেরদৌস
সহকারী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ,
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা।

হুমায়ুন ফরিদী অভিনীত একটি কালজয়ী চলচিত্র ” পালাবি কোথায়”। মূলত শ্রমিক গোষ্ঠীর উপর মালিক গোষ্ঠীর জুলুম এবং নিপীড়নকে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মান করা হয়।বাংলাদেশের সেরা ১০টি কমেডি সিনেমার মাঝে একটি হয়ে থাকবে এটি।
সিনেমার লিড রোলে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদী,সুবর্না মুস্তাফা, শাবানা এবং চম্পা।একটি বিশেষ চরিত্রে ছিলেন আফজাল হোসেন।
একটি চলচিত্র হিট হতে গেলে অভিনয়ের সাথে সাথে ডিরেকশনটাও খুবই জরুরী। কালজয়ী ডিরেক্টর শহীদুল ইসলাম খোকন এবং অভিনেতা অভিনেত্রীদের ১০০ ভাগ অভিনয়-এই দুইটি কারনে মুক্তির ৩০ বছর পরেও সবার মনে গেথে রয়েছে ” পালাবি কোথায়।”
চেহারার এক্সপ্রেশন আর চলাফেরার অঙ্গভঙ্গি দিয়ে কিভাবে মানুষ হাসাতে হয়, সেটা এই ছবিতে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী । আর এখনকার কমেডি সিনেমাতে যেগুলা হয়, সেগুলার থেকে হাজার গুন উচ্চতায় এই সিনেমাকে নিয়ে গিয়েছে একমাত্র কালজয়ী অভিনেতা হুমায়ুন ফরিদীর অভিনয়। কোনরকম অশ্লীলতা ছাড়া একটা সিনেমা যে হিট হয়,সেটা এই সিনেমা মুক্তির পরে ১০০ ভাগ হল হাউজফুল দেখেই বোঝা গিয়েছিলো।
যে কখনো হাসে না সেও যদি এই সিনেমা দেখে না হেসে থাকতে পারবে না।
কেউ না দেখে থাকলে দেখতে পারেন।
ভালো লাগবেই।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.