দুই মাথা নিয়ে জন্ম নবজাতকের…

১৩

নাসিফ গাজী নীলফামারী।

নীলফামারী শহরের ডক্টরস ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথা নিয়ে একটি নবজাতক জন্ম নিয়েছে।
গত বুধবার (১২ জুলাই) রাত ৯টায় শিশুটির জন্ম হয়।
নবজাতক শিশুটি ডোমারে পৌরসভার পূর্ব চিকনমাটি সবুজপাড়ার বাসিন্দা আশিকুর-ফারজানা দম্পতির সন্তান।
শিশুটির বাবা জানান, একটি ক্লিনিকে পরীক্ষা করে জানতে পারি আমার স্ত্রীর গর্ভে দুই মাথাবিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ডোমার ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে সিজারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শিশুটিকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার জানান, ‘কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চা যমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এই বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। এ কারণে বাচ্চাগুলোর বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে’।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.