গৌরনদীতে সড়কে ঝরল এবার নারী চিকিৎসকের প্রাণ

১৮

 

মোঃ হাসিবুর রহমান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ ১৩-৬৫৪৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারের আরোহী ডা. ইকরা বিনতে হাফিজ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন প্রাইভেট কারের চালক মো. মুরাদ (৩০)।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ডা. ইকরা বিনতে হাফিজের বাড়ি কুমিল্লা সদরে। তার পিতার নাম হাফিজুর রহমান। তার স্বামী মো. মাহী একজন প্রকৌশলী।

তিনি ঢাকায় কর্মরত আছেন। নিহত চিকিৎসক ঢাকার উত্তরার উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি বরিশাল শহরে বেড়াতে যাচ্ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা কালের কণ্ঠকে বলেন, প্রাইভেট কারটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।

ওই গাড়িতে নিহত চিকিৎসক ও চালক ছিলেন। প্রাইভেট কারটি ভাড়া নেওয়া হয়েছিল। নিহতের পরিবারের সদস্যরা খবর পেয়ে গৌরনদীর উদ্দেশে রওনা দিয়েছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.