এবার একটু থামো

৪৫

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

এবার একটু থামো,
হয়েছে তো অনেক,
সত্যকে মিথ্যা,মিথ্যাকে সত্য,
ফিরতে দাও বারেক৷

সবাই করো ক্ষমা,
এর বেশি নয় কামনা,
ভুলে ভালয় হয় মানুষ,
এর বেশি নয় জানা৷,

যতটুকু পেয়েছে আজ,
এতটুকু শিক্ষাই যথেষ্ট,
গুরু সেজে বসে বসে,
সমাজকে করবে না নষ্ট৷

এ থেকেই হবে সচেতন,
আত্মসম্মান থাকে যদি আদত,
কভু আর ভুলবেনা সুপথ,
স্রষ্টাই সবকিছু, সর্ব মত৷

যদি পারে নিতে শুধরে,
পথ চলা হবে মর্সণ,
নতুবা পদে পদে আঘাত,
বদনখানি হবে পুনঃ মলিন৷

ভুল পথে হাঁটিয়া,
আজ বড়ই লজ্জিত কুন্ঠিত,
যে দেমাগ ছিল তাহাতে,
অবুঝে হারালো সবি অস্থিত্ব৷

এবার একটু থামো,
করো ক্ষমা ওহে জাতি গোষ্টি,
আরও ক্ষমা করুক,
যিনি করেছেন তাহাকে সৃষ্টি৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.