অন্ধ জনপ্রতিনিধি

৩১৭

নিলয় চৌধুরী, ডেস্ক রিপোর্ট

উন্নতির কথা আসলেই আমাদের কাছে যেটা চলে আসে সেটা হলো জনপ্রতিনিধি। আর সে প্রতিনিধিত্ব যদি হয় অন্ধের মত সেটা কেমন করে চলে। অন্ধ বলতে চোখ অন্ধ সেরকম নয় একটু ভিন্ন।লোকমুখে বলাবলি হচ্ছে সেই অন্ধ প্রতিনিধির কথা।

বাউফল উপজেলার মধ্যে ভাঙ্গাব্রিজ থেকে শুরু করে সিদ্দিকের বাজার পর্যন্ত পুরো রাস্তাই রয়েছে ভাঙ্গা। এর মধ্যে এমন ভাঙার দেখা মিলেছে যার মধ্যে পরে গেলে জনজীবন হুমকির মধ্যে পড়বে বলে ধারণা করছেন স্থানীয় জনগণ।

তারা এই এলাকার দায়িত্বে থাকা প্রতিনিধি কে কানা বা অন্ধ বলে ক্ষোভ প্রকাশ করেছেন।কারণ হিসেবে বলেছেন যে যদি অন্ধ না হয় এরকম ভাঙ্গা রাস্তা কিভাবে থাকে। বার বার নির্বাচিত হয়ে ও একজন প্রতিনিধির চোখে পড়ে না কেনো কেনো এরকম দুর্ভোগে পড়তে হবে তাদের এই নিয়ে পরস্পরের মধ্যে কথার মধ্যে কেউ কেউ কানা প্রতিনিধি বলে উপাধি দিয়েছেন।

ঐ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় তিনশো চারশো ভাড়ার মোটরসাইকেল যাতায়াত করে সেই সাথে বাস ট্রাক অটো ইত্যাদি।বাউফল উপজেলার এই আসনে বার বার নির্বাচিত সংসদ সদস্য আসম ফিরোজ। তিনি সংসদ এর চিফ হুইপ ও হয়েছেন তবু ও কেনো উন্নয়ন হচ্ছে না এই রাস্তাটির প্রশ্ন সাধারন মানুষের।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.