সয়াবিন, পেঁয়াজ, চিনি, ডিম ও আলুর দাম নির্ধারণ করলো সরকার

৩৯

 

ডেস্ক রিপোর্ট :

নিত্যপ্রয়োজনীয় পাঁচ পণ্য সয়াবিন, পেঁয়াজ, চিনি, ডিম ও আলুর দাম বেঁধে দিয়েছে সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। টিপু মুনশি জানান, প্রতি লিটার বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। নতুন দর যথাক্রমে ১৬৯ টাকা এবং ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাম তেলের মূল্য ৪ টাকা কমানো হয়েছে। লিটারপ্রতি দর ধার্য করা হয়েছে ১২৪ টাকা। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ৬৪ থেকে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেজিতে আলুর দর ৩৫ থেকে ৩৬ টাকা ধরা হয়েছে। আর কেজিপ্রতি খোলা চিনির মূল্য ১২০ টাকা এবং প্যাকেটজাত ১৩৫ টাকা ঠিক করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি পিস ডিমের মূল্য সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।শুরুতে অল্প পরিমাণে আনা হবে। তাতেও দাম নিয়ন্ত্রণে না এলে পরে বেশি পরিমাণে আমদানি হবে। টিপু মুনশি বলেন, এক থেকে দুই দিনের নিত্যপণ্যগুলোর নতুন মূল্য কার্যকর হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিকেল থেকেই অভিযানে নামবে। তিনি বলেন, বাজারে কোনও কারণ ছাড়াই অনেক পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আলু, পেঁয়াজ, ডিম অন্যতম। এখন ন্যায্য দাম কার্যকর করবো। এটা আমাদের সিদ্ধান্ত।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.