সবাই যাব

১১৮

কবি মোঃ সাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

চলে যেতে হয় সময়ে অসময়ে,
অজানার ডাকে সারা দিয়ে৷
কেউ পারে না অচেনা পথকে রাখিতে দূরে,
সময় হলেই যাবার সূর বেজে উঠে অন্তরে৷

আজীবন বেঁচে থাকা কারও হয় না,
কেউ কোনদিন ছিল না,
কেউ কোনদিন থাকবেও না৷

সবাই যাব,
তোমাদের মত,
যারা হয়েছ গত,
মৃত্যু চিরন্তন সত্য,হতে হবেই এর কাছে নত৷

আকাশ বাতাস পাহাড় সমুদ্র,
পত্র পল্লব বৃক্ষ লতার অরন্য,
জমিনে আছে আরও যত সুরম্য,
সবি যার যার মতই রবে হয়ত!

কেউ থাকব না,
সবাই আড়াল হব একদিন কোন ক্ষণে,দূরে,
নাম না জানা, অজানা গন্তব্যে,
হঠাৎ বেঁজে ওঠা বিদায়ের সুরে৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.