রীতি!

৮৫

রীতি,

স্বরচিত কবিতা- মোঃ সজীব হোসাইন।

সবুজের বুকে লাল, সেতো আমার প্রীতি,
জন্মেছি কল্যাণ আনয়নে, এই আমার রীতি।
জীবনে-মরণে শয়নে চলনে সুশৃঙ্খল নীতি,
প্রেম প্রীতি ভালবাসা সবই আমার রীতি।
বিদ্রোহী বিপ্লবী প্রলয় সবই জনতার কল্যাণে,
সবুজের বুকে লাল তাকে ভালবাসি মনেমনে।
বিশ্বজয়ের অভিযাত্রায় পাশে চাই রীতি,
মনবতায় উড়াবো বিজয় নিশান দ্রুতি।
ষড়যন্ত্রের কালো প্রলেপ ভেদ করিয়া,
উচ্চ শিখরে পৌছাবো রীতিকে নিয়া।
নদীর দুপাড়ে যতইহোক জল্পনা,
অসত্য, ধূসর, মিথ্যে প্রমাণ করবো কল্পনা।
আমি বিদ্রোহী, বিপ্লবী, প্রলয় সবই জানা,
বিজয় দ্রুতিতে কালো মেঘ নয় কোন কণা।
সবুজের বুকে লাল, সেতো আমার প্রীতি,
জন্মেছি কল্যাণ আনয়নে এই আমার রীতি।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.