রংপুরে জনসভায় প্রধানমন্ত্রীর আগমনের জন্য তৈরি করা হয়েছে নৌকার আদলে বিশেষ মঞ্চ |

৭৫

 

নাসিফ গাজী -নীলফামারী জেলা প্রতিনিধি।

দীর্ঘ ১২ বছর পর রংপুর বিভাগে প্রধানমন্ত্রীর সফর।
প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে নৌকার আদলে মঞ্চ।
জনসভার মাঠে প্রবেশের জন্য তিনটি গেটের ব্যবস্থা করা হয়েছে। গেটগুলোতে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। একটি গেট দিয়ে লাল ও হলুদ সবুজ কার্ডধারী প্রবেশ করতে পারবেন। এছাড়া মঞ্চের সাথেই অপর আরেকটি ভিআইপি গেট রয়েছে। সেখান দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় নেতা এবং আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করবেন।
মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতা-কর্মীরামিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতা-কর্মীরা
দীর্ঘ সাড়ে ৪ বছর পর টানা তিনবারের প্রধানমন্ত্রীর রংপুরের জনসভাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যারা মাঠে প্রবেশ করবেন, তাদের প্রত্যেককে পুলিশ তল্লাশি করবে। কড়া নজরদারিতে এসএসএফ। এছাড়া মঞ্চের পেছনে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পুরো নগরীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.