বান্দরবানে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২টি উপজেলায় চলছে ভোটগ্রহণ ।

রিমন পালিত ,বান্দরবান ব্যুরো। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবা‌নে ৬ষ্ঠ উপ‌জেলা প‌রিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলা ও আলীকদম উপজেলায় চলছে ভোটগ্রহণ ।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল ৮টা হ‌তে বেলা বাড়ার সা‌থেসা‌থে ভোটার‌দের উপ‌স্থি‌তি লক্ষ করা‌ গে‌ছে। পুরুষ ভোটা‌রের পাশাপা‌শি নারী ভোটা‌রের উপ‌স্থি‌তি বেশি দেখা গেছে।

নির্বাচন নিয়ে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি পুলিশ আনসার ও র‍্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বান্দরবান জেলা রিটা‌র্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন ব‌লেন, দুই উপজেলায় ভোটার সংখ্যা ১০৪২৪৮ জন এবং ৬৬টি কে‌ন্দ্রের ম‌ধ্যে এখনও পর্যন্ত কোনও কে‌ন্দ্রেই অ‌প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই, শা‌ন্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চল‌ছে।

এবারে ২টি উপ‌জেলায় চেয়ারম্যান প‌দে ৪ জন, ভাইস চেয়ারম্যান প‌দে ৫ জন ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান প‌দে ৪ জন প্রার্থী নির্বাচন কর‌ছেন।

এদিকে সুষ্ঠু ভোট হলে জয়ের আশা করেছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুচ।তিনি বলেন, জনগণ আমার পাশে আছে । আশা করি আমি জিতব।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.