বান্দরবানবাসীর ভালোবাসায় সিক্ত টানা সপ্তমবারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর।

১৫

 

রিমন পালিত, বান্দরবান ব্যুরো। বান্দরবানে বীরের বেশে প্রবেশ করলেন ৩০০ নং আসনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুল ছিটিয়ে গলায় মালা পরিয়ে তাকে বরণ করে নেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)  বিকেলে জেলার ঐতিহাসিক রাজার মাঠে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। পরে একে একে জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বীর বাহাদুর উশৈসিংকে বরণ করে নেন।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে এই সময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সহ আরও অনেক নেতা কর্মী।

বীর বাহাদুর উশৈসিং বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বান্দরবানবাসীর জন্য কাজ করে যাব । ১৯৯১ সাল থেকে বান্দরবানের উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি যতদিন বেঁচে থাকব ততদিন করে যাব। এই নির্বাচনে বান্দরবানের মানুষ সপ্তমবারের মতো ভালোবেসে আমাকে জেলার উন্নয়নের সুযোগ দিয়েছেন। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.