বারহাট্টায় মহান বিজয় দিবস উদযাপন ।

২৯

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা বারহাট্টা সংবাদদাতা) : নেত্রকোণা বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বর্তমান প্রজন্মের সাথে বীর মুক্তিযোদ্ধাদের পরিচিতি, আলোচনা সভা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, মহিলাদের অংশগ্রহণে ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

শনিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাইনুল হক কাসেম। এ সময় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের ।এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান , বারহাট্টা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রী, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.