বিজয়ের আনন্দে মেতেছে সারাদেশসহ তারাকান্দা উপজেলা।

১৫

 

জাহাঙ্গীর আলম মাস্টার ,তারাকান্দা উপজেলা ময়মনসিংহ । ৫৩তম মহান বিজয় দিবসে ৫২ বছর পূর্তিতে বিজয়ের আনন্দে মেতেছে সারাদেশসহ তারাকান্দা উপজেলা।

শনিবার ১৬ ডিসেম্বর বাঙালির হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক এক দিন মুক্তিযুদ্ধের বিজয়ের ৫২ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণ।

৫৩তম মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের আজকের দিনটিতে জাতির স্বাধীনতা সংগ্রামের বিজয় এসেছিল। দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এই এদিনটিতেই স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

সূর্যোদয়ের সাথে সাথে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তারাকান্দা উপজেলা বিভিন্ন সংগঠনসহ স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ ও সাধারণমহলের মানুষ । তারাকান্দা প্রেস ক্লাবের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সাংবাদিকমহল। বিশেষ করে জানা যায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনটির কার্যক্রম শুরু হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো.শাকিল আহমেদ’ এর সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বর স্মৃতিস্তম্বে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। তারপর তারাকান্দা বঙ্গবন্ধু সরকারী কলেজে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তারাকান্দা বঙ্গবন্ধু সরকারী কলেজ।

বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা তাদের বিজয়ের কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক,
আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ৫ নং বালিখা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শামসুল আলম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, বীর মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, ,বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব সাজ্জাদ আহমেদ, ভাইস- প্রিন্সিপাল গৌতম চন্দ্র দাস, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.