ফার্নিচার কারখানায় আগুন,অগ্নিদগ্ধ হয়ে নিহত ১০,এর মধ্যে ৯ জনই বাংলাদেশি নাগরিক।

৪১

মাহমুদুর রহমান,সৌদি আরব।

সৌদি আরব দাম্মাম প্রদেশের হুফুফ শহরে অবস্থিত একটি ফার্নিচার কারখানায় গতকাল ১৪ই জুলাই ২০২৩ রোজ শুক্রবার আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ১০ জন, এর মধ্যে ৯ জন বাংলাদেশি আর ১ জন ভারতীয় নাগরিক।
আগুনে পুড়ে নিহত সাত বাংলাদেশির পরিচয় মিলেছে।

অদ্য ১৫ জুলাই ২০২৩ শনিবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন-
১) মোঃ রুবেল হোসাইন (পাসপোর্ট নম্বর: BC 0237055) পিতাঃ জফির উদ্দিন, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী;
২) মোহাম্মদ উবায়দুল (ইকামা নম্বর: 2384197899), পিতাঃ মোঃ দবির উদ্দিন, ঠিকানাঃ খাজুরা চান্দপুর, জনার্ধন বাটী, নলডাংগা, নাটোর;
৩) রমজান (ইকামা নম্বর: 2472470588), পিতাঃ আইজাক প্রামানীক, ঠিকানাঃ ঝনঝনিয়া, শাহগুলা, আত্রাই, নওগা;
৪) মোহাম্মদ সাজেদুল ইসলাম (পাসপোর্ট নম্বর: AE6326841), পিতাঃ জমির, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী;
৫) আরিফ (ইকামা নম্বর: 2535176339), পিতাঃ মোঃ শাহাদাত হোসাইন, ঠিকানাঃ বারইপাড়া, বাগমারা, বাগমারা, রাজশাহী;
৬) বারেক সরদার (ইকামা নম্বর: 2247439850), পিতাঃ রহমান সরদার, ঠিকানাঃ উদয়পুর, ভাংগা জাঙ্গাল, আত্রাই, নওগাঁ;
৭) মোঃ জুবায়েত ঢালী (পাসপোর্ট নম্বর: BW 0673407), পিতাঃ ইউনুস ঢালী, ঠিকানাঃ সস্তান, ফাসিয়াটুলা, কালকিনি, মাদারীপুর;
৮) সাইফুল ইসলাম (ইকামা নম্বর: 2529922326), পিতাঃ মৃত আলাউদ্দীন, ঠিকানাঃ হেমায়েতপুর-বলিয়ারপুর, নগরকুন্দা, সাভার, ঢাকা;
৯) মোঃ ফিরুজ আলী সরদার (পাসপোর্ট নম্বর: EE 0581274), পিতাঃ মোঃ আনিসুর রহমান সরদার, ঠিকানাঃ বড় মাধাইমুরি, কাতিলা, বাগমারা, রাজশাহী।

গতকাল ১৪ই জুলাই ২০২৩ শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কি:মি: দূরে অবস্থিত সৌদি আরবের দাম্মাম প্রদেশের হুফুফ শহরে ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। এতে নয়জন কর্মী মারা যান।

মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে। সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মৃতদের পরিবারের অভিপ্রায় অনুযায়ী মৃতেদেহসমূহ দ্রুত বাংলাদেশে প্রেরণ বা স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্রমকল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সার্বিক সহায়তার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত। এছাড়াও বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় নিহত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.