বিয়ের দিন রাতেই সেনা সদস্যের মৃত্যু

১৭

 

মোঃ হাসিবুর রহমান,বরিশাল গৌরনদী প্রতিনিধি :

বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন

বরকে নেওয়ার জন্য কনের বাড়ি থেকে ৩০ জন মেহমান বরের বাড়িতে আসেন। তাদের আপ্যায়ন করানো হয়। কনের বাড়িতে নয়টি মাইক্রোবাসযোগে ৮০ জন বরযাত্রী যাবার প্রস্তুতি চলছিলো। ঠিক ওইসময় বিয়ে বাড়িতে আলোক সজ্জার দুইটি মরিচ বাতিতে বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

এ খবর পেয়ে কনের বাবা স্টোক করেছেন। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাতে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামে। মৃত স্বপন ওই বার্থী গ্রামের মৃত দিপক দে’র ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। শুক্রবার রাতে তার বিয়েরপীড়িতে বসার কথাছিলো। এ ঘটনায় বর ও কনের বাড়িতে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।
নিহতের ছোট ভাই শয়ন দে জানান, শুক্রবার রাতে তার ভাই সেনা সদস্য স্বপন দে’র সাথে একই উপজেলার বিল্বগ্রাম এলাকার সঞ্জয় করের কন্যা কথা করের (২৫) সামাজিকভাবে বিয়ের দিন ধার্য ছিল। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.