পঞ্চগড়ে ১০ দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা

৪৪

মোঃআরিফ হোসেন,পঞ্চগড়,আটোয়ারী প্রতিনিধি :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় আয়োতাভূক্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন(বিসিক)পঞ্চগড়ের আয়োজনে ও জেলা প্রশাসক পঞ্চগড়ের সার্বিক সহযোগীতায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ০২-১১মার্চ,২০২৩ পর্যন্ত ১০(দশ)দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন জনাব মোঃআব্দুল কাদের(অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চগড়)
ও জনাব শাহ মোহাম্মদ জোনায়েদ(উপ-ব্যবস্থাপক বিসিক পঞ্চগড়)

প্রথমে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন পরে অডিটোরিয়াম হলরুমে কেক কাটার মধ্যদিয়ে আবারো উদ্বোধন করেন সেই সাথে স্বাগতিক বক্তব্য রাখেন জনাব মোঃআব্দুল কাদের(অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চগড়)
বক্তব্য রাখেন জনাব শাহ মোহাম্মদ জোনায়েদ(উপ-ব্যবস্থাপক বিসিক পঞ্চগড়)
এ সময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে
উপোস্থিত ছিলেন জনাব মোঃসাকিব হাসান শিহাব(প্রমোশন কর্মকর্তা বিসিক পঞ্চগড়)
আরো উপোস্থিত ছিলেন জনাব মোঃমেরাজুল ইসলাম(শিল্পনগরী কর্মকর্তা বিসিক পঞ্চগড়)
উপোস্থিত ছিলেন জনাব মোঃসাইফ সাইফুল্লাহ(সভাপতি নাসিব পঞ্চগড়)

সেই সাথে উপস্থিত ছিলেন বিসিক নিবন্ধিত সকল উদ্যোক্তা ও সাধারণ জনগণ।
উক্ত উদ্বোধনী বক্তব্যে জনাব শাহ মোহাম্মদ জোনায়েদ(উপ-ব্যবস্থাপক বিসিক পঞ্চগড়)বলেন মেলায় মোট স্টলের পরিমাণ ৫০টি যারা অনগ্রসর গোষ্ঠি তাদের জন্য ফ্রিতে স্টল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে ও সাংবাদিকদের জন্য ১টি স্টলের ব্যবস্থা করেন।
আরো বলেন বিসিক পঞ্চগড় অনলাইন নিবন্ধন কৃত মোট ১৩৫ জন সফল উদ্যোক্তা আছেন।
তিনি আরো বলেন নতুন উদ্যোক্তা তৈরির লক্ষে নিয়মিত বিভিন্ন ভাবে উদ্যোক্তা প্রশিক্ষণ এবং উদ্যোক্তা হতে উৎসাহী করার জন্য মানুষের মধ্যে বিভিন্ন ধরণের সেমিনারের আয়োজন করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চগড় ও উপ-ব্যবস্থাপক বিসিক পঞ্চগড় মহোদয় সহ অন্য সকল কর্মকর্তা গণ মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের মাঝে উৎসাহ দেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.