নীলফামারীতে শিশু রুবিনা মোটরসাইকেল দুর্ঘটনায় আশঙ্কাজনক

৭০

ওমর ফারুক, ব্যুরো প্রধান,রংপুর :

পঞ্চপুকুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সীমানা সুইচগেট ব্রিজের দক্ষিণ মোড়ে শুক্রবার সকলে ৯ বছরের রুবিনা বাড়ি থেকে বের হতেই মারাত্মক ভাবে মোটরসাইকেলের সাথে এক্সিডেন্ট হয়েছে,

পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাঃ তৎক্ষনিক পর্যবেক্ষণ করে রুবিনাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে,

সেখানে চিকিৎসক যথাযথ পর্যবেক্ষণ করে এবং সমস্যা চিহ্নিত করতে সিটিস্কান পরিক্ষা করতে বলে, রিপোর্টে কথা বলছে রুবিনা শরীরের মাথা সহ বেশ কিছু স্থানে রক্ত জমাট বেঁধেছে..

তবে সাবধানে থাকতে হবে, যদি মেডিসিন দিয়ে এ সমস্যা সেড়ে না ওঠে, চিকিৎসক রুবিনার পরিবার কে জানিয়ে তবে অপারেশন করতে হবে।

রুবিনা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে, চিকিৎসা চলমান,

অন্য দিকে অভিযোগের তীর আরোহী,একেই নিকটবর্তী এলাকার আশিদুলের ছেলে বল্টু (২২) দিকে,

উপস্থিত লোকজন বলছেন টার্রনিং পয়েন্টে খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ করতে না পারায় রাস্তার অনেক সাইডে থাকা রুবিনাকে লাগিয়ে দেয় এবং, রাস্তার পোল ও ঘরের দেওয়ালে চাপা পড়ে রুবিনা, সাথে সাথেই জ্ঞানের হারিয়ে ফেলে সে,

তবে এক্সিডেন্ট কারী বল্টু রুবিনাকে সেখানেই ফেলে চলে যায়.কোনো তদারকি না করেই অত্র ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের স্বামী কালা ( ৩৬) বল্টু কে ঘটনাস্থল থেকে নিয়ে এসে নিরাবতা পালন করছে, ওদিকে রুবিনা বিপর্যয় অবস্থায় হাসপাতালে ঘন্টা গুনছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.