নির্বাচনের আগেই ৪০ সিট – জাতীয় পার্টি

২৪

 

রোকনুজ্জামান, ঢাকা, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৩৫/৪০ টি সিট নিশ্চিত করতে চাই জাতীয় পার্টি (জাপা) সুতরাং তাদের চাহিদার প্রেক্ষিতে ঐসকল আসনে নৌকার কোনো মাঝি থাকতে পারবেনা। একইভাবে তৃনমূল বিএনপি তৈমুর আলম খন্দকার সহ শীর্ষ ৩ নেতার জন্য আসন নিশ্চিত করতে চাই।

কল্যান পার্টির নেতৃত্বে নতুন যুক্তফ্রন্টও ২-৩ আসনের দাবি করেছেন। যেখানে জোট প্রধান মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম বীর প্রতিক (অবসরপ্রাপ্ত) তিনি ১ আসন নিশ্চিত করতে চান।

একইসাথে প্রায়ত মুফতি মাওলানা ফজলুল হক আমেনির ছেলে ইসলামী ঐক্য জোট অন্তত ২ টি আসনে ছাড় চান ক্ষমতা সীনদের কাছে। তার ছেলে ঐক্য জোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমেনি ব্রাহ্মণবাড়িয়া ০২ আসন থেকে নির্বাচন করবেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বাবলা এমপি সময়ের আলোকে দেওয়া এক সাক্ষাতে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইলে কিছুই সম্ভব নয়।
ব্যারিস্টার রুমিন ফারহানার এক বক্তব্যেও উঠে আসে এসকল তথ্য।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.