নগরকান্দায় হাট-বাজার বসানো কেন্দ্র করে চলছে ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউপি চেয়ারম্যানের রিরুদ্ধে নানা অভিযোগ।

২৬

 

মোঃ রুবেল চোকদার ,ফরিদপুর জেলা।ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজারিয়া বাজরে কয়েক বছর যাবত নগরকান্দা উপজেলা এরিয়া সকাল বেলা বাজার বসে বাজরে মাছ বাজার থাকে। আলিয়াবাদ ইউনিয়নে হাট বসে। এ বছর উপজেলকর বাজার ইজারা নেয় মিন্টু মন্ডল। অন্যদিকে হাট ইজারা নেয় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানওমর ফারুক ডাবলু, ইজারা নেওয়ার পর থেকে চেয়ারম্যান তার ক্ষমতা ব্যাবহার করে মাছ বাজার তার এরিয়ায় নেওয়ার চেষ্টা করছেন।

এ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে যে কোন সময় সংঘর্ষ হতে পারে। এদিকে আলিয়াবাদ ইউনিয়ন আওমীলীগ এর সভাপতি তোফেজ্জেল হোসেন সম্রাট সহ স্থানীয় লোকজনের দাবি আগে যে ভাবে বাজার মিলত তারা সে খানেই বাজার চায় এতে এলাকায় শান্তি ফিরে আসবে।

বাজারের ব্যাবসায়া জানায় আলিয়াবাদ চেয়ারম্যান মাছ বাজার তার এড়িয়ায় সড়কে বসাতে চায় এতে বাজারে জান জট লেগে থাকবে সাধারন জনগন ভোগান্তিতে পরবে।

এ বিষয় আলিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ফোন করে
তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.