তমিমের হঠাৎ অবসরের সিদ্ধান্তে মুশফিক, রিয়াদরা যা বললেন |

১০

নাসিফ গাজী নীলফামারী।

তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিক অবসরে স্তম্ভিত পুরো ক্রীড়াঙ্গন। শুধু ক্রীড়াঙ্গন বলা কেন, বৃহস্পতিবার টক অব দ্য কান্ট্রি ছিল এই ঘটনা। তামিমের বিদায় মেনে নিতে পারছেন না তার ভক্ত-সমর্থকরা। মুখ খুলেছেন তার বর্তমান ও সাবেক সতীর্থরাও।
রাতে তামিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পঞ্চপাণ্ডবের আরেকজন বড় তারকা সাকিব আল হাসানের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
তামিমের বিদায় নিয়ে মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’
এদিকে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। আর তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক। এতবছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অজস্র স্মৃতি আছে আমাদের একত্রে। বাংলাদেশ ক্রিকেটে তার রয়েছে অসামান্য অবদান। তার ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।’

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.