চলো গাছ চিনি, বেরোবিতে গাছ চেনার অনুষ্ঠান।

১০

সোহেল রানা,পীরগাছা-রংপুর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ এর আয়োজনে রবিবার(৯ জুলাই)বিকেলে ক্যাম্পাসে গাছ চেনার অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় প্রকৃতিবিষয়ক লেখক ও গবেষক মোকারম হোসেন বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়েদেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ,বাংলা বিভাগের অধ্যাপক ড. নিত্য ঘোষ,প্রভাষক খাইরুল ইসলাম,সিরাজাম মুনিরা,বাংলা একাডেমির কর্মকর্তা আবিদ করিম মুন্না,লেখক রানা মাসুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

গাছ চেনার এই অনুষ্ঠানে কাউফল,কাঠলিচু,সফেদা,নহিচিচা উদাল,বক্সবাদাম,মুচকুন্দ,কইনার,কাঁঠালচাঁপা,ঝুমকাভাদি, শাল,গান্ধিগজারি,সুলতানচাঁপা,কুম্ভী,কানাইডিঙা,তুন,কর্পূর, সিভিট,মহুয়া,হিজল,কাইজেলিয়া ইত্যাদি বিভিন্ন প্রজাতির গাছ চেনানো হয়।
মোকারম হোসেন বাংলা একাডেমির পুরস্কার লাভ করায় গাছ চেনানোর অনুষ্ঠান শেষে রণনের পক্ষে তাকে সবংর্ধনা জানানো হয়। এর আগে বেলা তিনটায় বাংলা বিভাগের আয়োজনে হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলায় ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষভাবনা’ শীর্ষক সেমিনারে মোকারম হোসেন বক্তৃতা করেন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.