কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় চিঠি দিতে পারছেনা ইসি

১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে আগামী শনিবার (৪ নভেম্বর)। দলগুলোকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে বিএনপির চিঠি নিয়ে এসে বিপাকে পড়েছেন ইসির প্রতিনিধি। কারণ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন অফিস থেকে একজন চিঠি নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসলেও তিনি দেখেন কার্যালয়ে তালা। কারও হাতে চিঠি পৌঁছে দেওয়ার সুযোগও নেই। কারণ কার্যালয়ের সামনে পুলিশ, ভেতরে পুরো ফাঁকা।

জানা গেছে, নির্বাচন কমিশনের চিঠি নিয়ে মহসিন নামে একজন প্রতিনিধি এসেছেন বিএনপির কার্যালয়ের সামনে। কিন্তু বিএনপির কার্যালয় এখনো তালাবদ্ধ। পরে সেখানে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেন তিনি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.