এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র যুগে চট্টগ্রাম

৩১

মোঃ তছলিম উদ্দিন,কুমিল্লা জেলা । যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ। উন্নত দেশগুলোর ন্যায় বাংলাদেশের মানুষও চড়ছে মেট্রোরেলে পদ্মাসেতুতে।

মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দাপিয়ে অতিদ্রুত ছুটে চলেছে গন্তব্য পানে। যা কিছুদিন আগেও ছিল অলীক স্বপ্ন।

বর্তমান সরকারের কল্যাণে আজ এ সকল স্বপ্ন বাস্তব।
যোগাযোগ প্রযুক্তির বিস্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে উদ্বোধন হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের।

গত ১৪ নভেম্বর  মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরই মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রাম প্রবেশ করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে।এ সময় মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.