এপার বাংলা-ওপার বাংলা-“দুই বাংলার মেলবন্ধন”।

২৩

মো: সালেহীন ফেরদৌস
ঢাকা।

প্রতি সপ্তাহের মতো ২৩ জুন,২০২৩, শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯.৩০ এবং কলকাতা সময় রাত ৯.০০টায় হয়ে গেলো প্রিন্স ফেরদৌস এর উপস্থাপনায় বাংলাদেশ এবং কলকাতা নিয়ে লাইভ শো “এপার বাংলা-ওপার বাংলা”র এপিসোড ১৫। দুই বাংলার মেলবন্ধন ঘটিয়ে প্রতি শুক্রবার এই লাইভ শো টি প্রচারিত হয়।
এপার বাংলা-ওপার বাংলার ১৫তম এপিসোডে অতিথি ছিলেন কলকাতার জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী পারমিতা ব্যানার্জি।
কলকাতার ফ্যাশন এবং অভিনয় জগতের খুবই পরিচিত মুখ হচ্ছেন পারমিতা। জিতেছেন মিসেস কলাকাতার খেতাব।
মডেল হিসেবে কাজ করে চলেছেন অনেক দিন।
ভারতের সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড সহ বেশ কয়েকটি নামী ব্র‍্যান্ড এর প্রধান মডেল হিসেবে কাজ করে বেশ সুনাম কুড়িয়েছেন।
শো’স টপার হিসেবে স্টেজে হেটেছেন বহুবার আর তার রুপের ছটার আলোকিত করেছেন চারপাশ।
শুধু তার গ্ল্যামার দিয়ে নয়,তার গুণ দিয়েও মাতিয়ে রেখেছেন কলকাতার ফ্যাশন জগত।
মডেল হান্ট গুলায় জাজ হিসেবে কাজ করে তুলে এনেছেন অনেক মডেলদের।
মডেলিং এর পাশাপাশি অভিনয় জগতেও সমানভাবে তার পদচারনা। সম্প্রতি কলকাতার জি বাংলা চ্যানেলের শেষ হয়ে যাওয়া জনপ্রিয় ধারাবাহিক ” মিঠাই”তে অভিনয় করেছেন। আড্ডায় পারমিতা শেয়ার করেছন গ্ল্যামার জগতের অনেক অনেক অজানা কথা। মূলত, বিয়ের পরেই তার মডেলিং ক্যারিয়ার শুরু হয়। আলোচনায় উঠে এসেছে তার হাজব্যান্ড কিভাবে তার পাশে থেকে তাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।বিয়ে যে মডেলিং ক্যারিয়ারে কোন বাধা নয়-এটা উনি বেশ জোড় দিয়ে বলেছেন।এছাড়াও কিভাবে একজন মডেলিং ক্যারিয়ার শুরু করতে পারেন,কিভাবে নিজেকে ফিট রাখতে পারেন, ফিট থাকার জন্য খাদ্যাভ্যাস সহ নানা দিক আজকের জমজমাট আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি উনি OTT প্ল্যাটফর্মে একটি প্রজেক্ট এর কাজ শুরু করেছেন এবং ২০২৪ সালে এটি রিলিজ পাবে।
“মডেলিং না অভিনয়” কোনটিকে প্রাধান্য দেবেন? এই প্রশ্নের জবাবে পারমিতা বলেন,” আমি অভিনয়ে এখন বেশী মনোযোগ দিচ্ছি।কিন্তু রানওয়ে আজীবন আমার পছন্দের জায়গা,কারণ আমি ফ্যাশন মডেল হিসেবে আমার মিডিয়া ক্যারিয়ার শুরু করেছিলাম।”
প্রায় ১ ঘন্টা ব্যাপি এই জমজমাট আড্ডার শেষে পারমিতা বাংলাদেশের মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভকামনা জানান।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.