উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ |

২৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি  মোঃ আব্দুল হাকিম মানিক |

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২২-২৩ অর্থ- বছরের রবি মৌসুমের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে বিনামূল্যে এ সমস্ত বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৬৫ সিরাজগঞ্জ -৪, (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমেদ, রাহাত বিন খলিল প্রমুখ।

অনুষ্ঠানে ১২ হাজার ৯ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি এবং ০৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.