অবস্থার অবনতি, খালেদা জিয়া সিসিইউতে ভর্তি |

৪০

অনন্ত সেলিম
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি এই সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে হওয়ায় গতকাল রোববার (১৭-০৯-২০২৩ ইং) দিবাগত রাত ১.০০টার দিকে তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে জানাগেছে।  দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসে। সেই বৈঠকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিসিইউতে স্থানান্তর করা হয়।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট ২০২৩ শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি
। দৈনিক সাহসী কন্ঠ

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.