অন্তহীন

কবিতা

১৩০

লেখক: সাগর হাসান মুক্তার।

আমি তোমার নামে পুষছি বিষাদ,
বেওয়ারিশ স্মৃতির দল।
অনেক দামে দুঃখ কিনছি,
বেঁচে চোখের জল!

সুখগুলো সব তাড়িয়ে দিলাম,
গলাধাক্কা দিয়ে।
বেশ ভালোইতো কাটছে দিন,
কষ্টগুলো নিয়ে।

হৃদয়ের যে আকাশ ছিলো,
হারালাম তোমার জন্য।
আমার কোন আকাশ নেই আর,
শুধুই মহাশূন্য।

দুই চোখে যা স্বপ্ন ছিলো,
ভাসছে প্রবল স্রোতে।
চোখের জল তো শুকিয়েই গেলো,
ভুলের মাশুল দিতে।

প্রেম যা ছিলো বুকের ভেতর,
সবইতো পেলে তুমি।
সব হারিয়ে বুকটা এখন,
শূণ্য বিরান মরুভূমি।

সুখ খুঁজিনা এখন আমি,
দুঃখ নিয়েই ব্যস্ত।
মনটা আমার দিলাম করে,
স্মৃতির কাছে ন্যাস্ত।

ততক্ষণই ভালো থাকি,
যতক্ষণ তোমায় ভাবি।
তোমায় পাওয়া তাইতো এখন,
সময়ের কঠিন দাবি।

ভাবি তোমায় দিন দাহারে,
রাত্রি কাটাই স্মৃতিতে।
বেঁচেই আছি তোমায় নিয়ে,
চোখ ডু্াবানো ঋতুতে।

ইচ্ছে করেই দূরে থাকি,
যদি হারায় শেষে।
তাইতো যাইনা তোমার কাছে,
পুরনো প্রেমিক বেশে।

ড্রয়ার ভর্তি তোমার চিঠি,
জীবন ভর্তি ঋণ।
আজো তোমায় ভালোবাসি,
রাতদিন অন্তহীন।

100% LikesVS
0% Dislikes
২ Comments
  1. ZiA says

    ভালো লাগলো

  2. ZiA says

    মজা পাইলাম

Reply To ZiA
Cancel Reply

Your email address will not be published.