DUET-এ HULT PRIZE-এর উপস্থাপনা কমিটির আত্মপ্রকাশ

২৭

ক্যাম্পাস প্রতিনিধি, মোঃ রুমন মিয়াঃ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর বিগত বছরের মতো এবারও ক্যাম্পাসে ক্যাম্পাসে HULT PRIZE এর ক্যাম্পেইন আয়োজন করছে।
এ লক্ষ্যে ইতোমধ্যে ২০২২-২৩ সালের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে।

ক্যাম্পাস ডিরেক্টর পদে সাজেদুর রহমান এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর পদে রাব্বুল আশরাফী, জাজেস ম্যানেজমেন্টের ডিরেক্টর পদে হেলাল হোসেন ও এমডি ওলিয়ার রহমান, স্পন্সর কো-অর্ডিনেটর পদে মোঃ রায়হান আহমেদ ও আবদুর রহিম, স্পন্সর কো-অর্ডিনেটর পদে মোঃ গোলাম মর্তুজা নির্বাচিত হয়েছেন। লিমন ও মোঃ রিফাত খন্দকারকে ট্রেনিং কো-অর্ডিনেটর হিসেবে, মোঃ ইকরাম হোসেন ও অভি দাস গুপ্তাকে ডিরেক্টর অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট, মোঃ আরিফুল ইসলাম ডিরেক্টর অফ কর্পোরেট রিলেশন, মোঃ মঞ্জুরুল ইসলাম প্রান্ত ডিরেক্টর অফ টিম কো-অর্ডিনেটর হিসেবে।

এছাড়া ব্র্যান্ডিং ও প্রচারের পরিচালক হিসেবে আসাদুল্লাহ আল মোস্তাজি, ফুড, বেভারেজ অ্যান্ড টি-শার্টের পরিচালক হিসেবে মোঃ নুরুজ্জামান, জনসংযোগ পরিচালক পদে মোঃ বায়েজিদ মোল্লা, লতিফ গাজী ও মোঃ মোসাদ্দেক হোসেন ইমন রাফিও নির্বাচিত হয়েছেন। মিডিয়া ম্যানেজমেন্টের পরিচালক হিসাবে। মোঃ জামিল মাহমুদ আবদুল্লাহ কনটেন্ট ক্রিয়েটর ডিরেক্টর হিসেবে, রানা মোঃ শাহনেওয়াজ পারভেজ, এ এস এম জিননুরাইন গোলাম রাব্বি ও মোঃ ফেরদৌস হাসানকে গ্রাফিক্স ডিজাইনের ডিরেক্টর এবং শামীম সরকার ও মো এমরান হাওলাদারকে আইটি ম্যানেজমেন্ট, গোলাপের ডিরেক্টর নির্বাচিত করা হয়েছে। হোসেন ফটোগ্রাফির পরিচালক হিসেবে মো.

অনুষ্ঠানটি সম্পর্কে ডুয়েটের হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর বলেন, “এবারের অনুষ্ঠানটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা ক্যাম্পাসে মার্চের শেষে অনুষ্ঠানের আয়োজন করতে চাই।

উল্লেখ্য যে HULT PRIZE প্রতিযোগিতা প্রতি বছর বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আয়োজন করা হয়। প্রতিযোগিতায়, প্রতিটি দলকে ফ্যাশন/পোশাক শিল্পে একটি লাভজনক সামাজিক উদ্যোগ তৈরি করতে একটি প্রদত্ত চ্যালেঞ্জের উপর একটি ধারণা জমা দিতে হবে।

পরবর্তীতে, সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ দল একযোগে এই ধারণা প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ী দলগুলি আঞ্চলিক শীর্ষ সম্মেলন এবং ত্বরণে অংশগ্রহণ করে। শেষ কিন্তু অন্তত নয়, বিজয়ী দলকে তাদের ধারণাকে সফল ব্যবসায় পরিণত করার জন্য এক মিলিয়ন মার্কিন ডলারের গ্র্যান্ড প্রাইজ মানি দেওয়া হয়।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.