রাজশাহী কলেজে এইচএসসিতে এবারও ঈর্শণীয় ফল ।

২২

আবু হেনা মোস্তফা জামান, রাজশাহী: রাজশাহী কলেজে এইচএসসি পরীক্ষায় এবারও ঈর্শণীয় ফলাফল হয়েছে। ৪৪৯ জনের মধ্যে সবাই পাশ করেছে। যার মধ্যে ৪৪৭ জেই জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও দুইজন পেয়েছেন এ মাইনাস।

এ কলেজ থেকে এবার বিজ্ঞান বিভিাগ থেকে ২৬৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৮ জন জিপিএ-৫ পেয়েছে। ১৬ জন পেয়েছে এ। মানবিক বিভাগ থেকে ৯২ জন অংশ নিয়ে ৮১ জন জিপিএ-৫ পেয়েছে। ১১ জন পেয়েছে এ।

আর ব্যবসায় শাখা থেকে ৯৩ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।এ পেয়েছে ৯ জন।

রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে এ ফলাফল হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তবে তার পরেও সামান্যতম অতৃপ্তি থেকে গেছে যে, ৩৭ জন এ প্লাস পাইনি।

আমরা আগামীতে সবাইকে নিয়ে চেষ্টা করবো সকল শিক্ষার্থীই যেন এ প্লাস পাই। এটিই আমাদের বড় লক্ষ্য। আমরা সে লক্ষ্যেই এখানে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করি।

এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ১ লাখ ৮ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী পাস করেছেন। এবার এইচএসসিতে এ বোর্ডের ৭৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৬ শতাংশ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.