রাজশাহীবাসীর জন্য সুবর্ণ সুযোগ।

নিজস্ব প্রতিবেদক।আগামী ২১ এপ্রিল ধূমকেতু 12P/Pons-Brooks বা ডেভিলস কমেট সূর্যের সবচেয়ে নিকটবর্তী হবে এবং সবচেয়ে উজ্জ্বল হবে । উজ্জ্বলতা হবে +4.42. শহর থেকে খালি চোখে দেখা কষ্টকর ।

বাংলাদেশ অ্যাস্ট্রনোমিকাল অ্যাসোসিয়েশন এবং রাজশাহী অ্যাস্ট্রোনোমি সেন্টারের যৌথ উদ্যোগে রাজশাহী থেকে ধূমকেতুটি পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে । ২১ এপ্রিল রবিবার আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত রাজশাহীর টি-বাঁধে কমেট অবজারভেশন ক্যাম্প বসবে । এটা আগ্রহী সবার জন্য উন্মুক্ত থাকবে ।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.