বোরহানউদ্দিনে বিএনপির পদযাত্রায় আ’লীগের হামলায় আহত ২৫

এইচ এ শরীফ// বোরহানউদ্দিন :

ভোলার বোরহানউদ্দিনে
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির পথযাত্রায় আওয়ামী লীগের হামলায় ২৫ নেতাকর্মী আহত হয়েছে।

গতকাল ১১ ফেব্রুয়ারী শনিবার উপজেলার ৫টি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মিরাজ শরীফ নামের ১ জনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। বাকিরা হলেন মোঃ মোসলেউদ্দিন কাজী, মোঃ ফরিদ ও মোঃ আল-আমিন।

সারা বাংলাদেশে বিএনপির ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বোরহানউদ্দিন ৯টি ইউনিয়নে পথযাত্রা অনুষ্ঠিত হয়।

এতে ৯টি ইউনিয়নেই পথযাত্রা সুষ্ঠভাবে সম্পন্ন হলেও ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের হামলার অভিযোগ রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে পক্ষিয়া: বর্তমান ও সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদার এর নেতৃত্বে, বড় মানিকা: কামাল মেম্বারের নেতৃত্বে, সাচরা: মহিন ও আলমের নেতৃত্বে, দেউলা: হাজিরহাট বাজার সংলগ্নে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে ও কাচিয়া ইউনিয়নে: জসিমের ছেলে শাওনের নেতৃত্বে সকাল ৯ টার পর ভিন্ন ভিন্ন সময় এই হামলা করা হয়।

পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন হামলার কোন ঘটনাই আমি জানি না।

বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান বলেন আমাদের সুশৃঙ্খল পথযাত্রা আওয়ামী লীগের সহ্য হয় না।
এরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে পেশিশক্তি ব্যবহার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়ার কাছে হামলার বিষয় জানতে চাওলে তিনি বলেন বিএনপির সর্কসূচি হয়েছে তবে হামলার কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.