বারহাট্টায় হিন্দু মহাজোটের আলোচনা  সভা অনুষ্ঠিত

১০৬

 

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি) :

নেত্রকোণা বারহাট্টা উপজেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বা বিজেএইচএম হলো বাংলাদেশের একটি অরাজনৈতিক, সামাজিক হিন্দু ধর্মীয় সংগঠন। বাংলাদেশের ছোট-বড় ২৩টি হিন্দু ধর্মীয় সংগঠনের জোট হচ্ছে হিন্দু মহাজোট। এটি ২০০৬ সালে ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। বিজেএইচএম এর মূল লক্ষ্য হিন্দু সমাজকে সুসংহত করা এবং হিন্দুধর্ম রক্ষা ও সেবা করা।বাংলাদেশের হিন্দু সমাজের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন।বুধবার ২ আগস্ট ২০২৩ ইং সময় বিকাল ৪ ঘটিকায়,বারহাট্টা উপজেলা ও কলেজ শাখা উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন,প্রধান অতিথি দীপ্ত সরকার, আহ্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নেত্রকোণা জেলা শাখা,বিশেষ অতিথি অমৃত দেবনাথ, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নেত্রকোণা জেলা,মিঠুন সরকার, সদস্য বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটি,প্রদীপ শর্ম্মা,সময়নয়কারি, জেলা যুব মহাজোট।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বারহাট্টা উপজেলার ১ বছরের আংশিক কমিটি অনুমোদন করা হলো।
সভাপতি আকাশ চন্দ্র সরকার, নির্বাহী সভাপতি দ্বিপ সরকার, সহ-সভাপতি অর্জুন সরকার, সহ-সভাপতি চয়ন কর্মকার,সহ-সভাপতি অয়ন দাস অনু,সাধারণ সম্পাদক উদয় সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নির্জয় সরকার তীর্থ, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিত ক্ষত্রিয়,সাংগঠনিক সম্পাদক দূর্জয় সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক গবিন্দ চৌধুরী, প্রচার সম্পাদক অমিত সরকার, অর্থ সম্পাদক হ্নদয় সরকার, দপ্তর সম্পাদক অনিক চন্দ্র সরকার, সদস্য শান্ত সরকার, গোবিন্দ রায়,অনিক দেবনাথ , ধ্রুব চৌধুরী, হ্নদয় পাল,আকাশ ক্ষত্রিয়,জয়ন্ত সরকার আর অনেকে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.