প্রতি সময় অনুভব করি,মা এবং মাতৃভূমির টান |

৬১

ইন্জি : নাঈম ইসলামের |জার্মানি,বার্লিন | ঈদ মোবারক,ঈদ মোবারক সবাইকে ! বিশ্বের যতই উন্নত দেশেই থাকি না কেন,অনুভব করিতে পারি না মাতৃভূমির মত ঈদের সকাল ! ঘুম থেকে উঠতেই না উঠতেই মা রান্না করেছেন,সু-স্বাদু সেমাই,লাচ্ছা সেমাই আরও কতই না মজার মজার খাবার | ঈদের মাঠে দেখা হতো,সেই ছোট বেলার বন্ধুদের সাথে আরও দেখা হতো পরিচিত -অপরিচিত কতই না রং-বেরঙের মানুষদের সাথে | ঈদের নামাজ শেষ করে বাসায় আসলেই দেখতাম,মা রান্না করে রেখেছেন খিচুড়ি ,পোলাও | মায়ের হাতের রান্নার সেই স্বাদের অনুভূতি আজ আর পাই না | কারন আমি থাকি অনেক অনেক দূরে | হয় না সময় আগের মত দল বেধে বন্ধুরা মিলে ঘুরতে যাওয়া | ইচ্ছে করলেই কথা বলা যায় না মাতৃভাষায় | দূর থেকে শুধু অনুভব করতে হয় ফেলে আসা স্মৃতিগুলো | এ যেন এক বেদনাদায়ক কষ্টগুলো জেগে উঠে প্রবাসীদের মনে | শত শত কষ্ট জমা হয় বুকে আর নির্জনে বসে একা একা কান্না করেও বলতে হয় হাসি মুখে ঈদ মোবারক |

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.