পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ তসলিম সিকদার

২৯

 

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ তসলিম সিকদার।

পটুয়াখালী জেলাধীন দশমিনা-গলাচিপা দুই উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-৩ আসন। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী
মোঃ তসলিম সিকদার। তিনি ছাত্ররাজনীতি থেকে রাজনীতির সাথে জড়িত থাকায় রাজনৈতিক জীবনে মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বর্তমানে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ কৃষক লীগের সদস্য ও পটুয়াখালী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি।

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি লিফলেট বিতরণ ও গনসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্বাচনি এলাকায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার সাথে কথা হলে তিনি জানান, আমার রাজনৈতিক লক্ষ হলো মানুষের আর্থ সামাজিক উন্নয়ন। সাধারণ মানুষের পাশে থাকা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ থেকে যদি আমাকে মনোনয়ন দেন আমি শতভাগ দিয়ে দশমিনা-গলাচিপার মানুষের পাশে থাকবো। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে দশমিনা-গলাচিপার মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ নিয়ে কাজ করব। এছাড়াও আমার নির্বাচনি এলাকাকে আধুনিক শিল্প, বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.