নৌকার সমর্থনে শেষ প্রচারণায় মুখরিত পার্বত্য জেলা বান্দরবান ।

২২

 

রিমন পালিত, বান্দরবান ব্যুরো। নৌকার সমর্থনে শেষ প্রচারণায় মুখরিত হয়ে রফ রফ শব্দ উঠেছে পার্বত্য জেলা বান্দরবানে।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য এক শোভা যাত্রার মধ্য দিয়ে শেষ হয়েছে নৌকার শেষ প্রচারণা।

আর সেই উপলক্ষে নির্বাচনী শেষ প্রচারনায় জমে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান।

বান্দরবান সদরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে ৩০০ নং সংসদীয় আসনের নৌকা মার্কার প্রার্থী বীর বাহাদুর উশৈসিং কে সপ্তম বারের মত বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা ও বর্ণাঢ‍্য র‍্যালী করা হয়েছে দলের পক্ষ থেকে।

শোভাযাত্রা শেষে বান্দরবান রাজার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জনসভায় আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা একান্ত প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের গৌরব অর্জন করেছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক‍্যশৈহ্লা,সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,সহ- সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.