নিষেধাজ্ঞা অমান্য করলে ছাড় দেওয়া হবে না কাউকে

৭৫

 

সাগর দত্ত,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০.৩০ পর্যন্ত তজুমদ্দিন উপজেলার সকল জনসমাগমস্থলে আগামীকাল থেকে আরোপিত লকডাউনে স্বাস্থ্যবিধিসহ সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য জনসচেতনতা সৃষ্টি করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব পল্লব কুমার হাজরা জনগনকে লকডাউন মেনে চলার এবং করোনাভাইরাস সম্পর্কে সচেতন হতে বলেন।জনসাধারণ কে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়।জরুরি প্রয়োজন ছাড়া বাজারে যাওয়া যাবে না।বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে।

এই মহামারী প্রতিরোধ করার একটাই পথ সচেতনতা।তাই সকলকে সচেতন হতে বলেন।তিনি আরো বলেন,যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। এ সময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব পল্লব কুমার হাজরা এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব কবির সোহেল,উপজেলা কৃষি অফিসার জনাব এ হোসেন মিয়া , তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এস এম জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান , চাঁদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এ কে এম সহিদুল্যা কিরণ, শম্ভুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ রাসেল, প্রেসক্লাব সভাপতি জনাব রফিক সাদি সহ অনেকেই।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.