নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল।

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল,ব্যুরো প্রধান রাজশাহী বিভাগ।

নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৩ পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গতকাল রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের সময় শেষে এমন তথ্য জানিয়েছেন নিয়ামতপুর উপজেলার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ। তিনি জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দাখিল কৃত চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আলহাজ্ব আবেদ হোসেন মিলন, ফরিদ আহম্মেদ, আলহাজ্ব আবুল কালাম আজাদ, জাহিদ হাসান বিপ্লব, ঈশ্বর চন্দ্র বর্মন, সোহরাব হোসেন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন তৌফিক চৌধুরী, রায়হান কবির রাজু, তুষিত কুমার সরকার, আফজাল হোসেন, রেজাউল করিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাদিরা বেগম, নাজমিন খাতুন, ফাতেমাতুজ্জোহোরা, স্বপ্না রানী। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৩ মঙ্গলবার এপ্রিল। রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ এপ্রিল বুধবার, আপিল নিষ্পত্তি ২৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে বৃস্পতিবার, আর ভোটগ্রহণ হবে ২১ মে। দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট হবে আগামী ২১ মে। এই ধাপে ১৬১ উপজেলায় ভোটগ্রহণ করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে নিয়ামতপুর উপজেলাতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নিয়ামতপুর উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৭শ ৭৫, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ৫শ ৯৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১শ ৭৭। হাজিনগর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৬শ ৯ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮শ ২৭, মহিলা ভোটার ১১ হাজার ৭শ ৮২, চন্দননগর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২শ ২০, মহিলা ভোটার ১১ হাজার ৩শ ২৫।ভাবিচা ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৬শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৫৭, মহিলা ভোটার ১৪ হাজার ৫শ ৮৮, নিয়ামতপুর সদর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৯শ ৮০ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১শ ৩৬, মহিলা ভোটার ১১ হাজার ৮শ ৪৪, রসুলপুর ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৮শ ৬৬ এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ৪৯, মহিলা ভোটার ১৫ হাজার ২শ ১৭। পাড়ইল ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৭শ ৪৭ এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬, মহিলা ভোটার ১৩ হাজার ৭শ ৪১, শ্রীমন্তপুর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৪শ ৯৮ এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯শ ৪৭। মহিলা ভোটার ১৩ হাজার ৫শ ৫১ এবং বাহাদুরপুর ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৮শ ৮৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭শ ৫৬, মহিলা ভোটার ১৫ হাজার ১শ ২৯জন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.